মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী – পটুয়াখালী।
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ উপলক্ষে গতকাল জেলা মৎস্য কর্মকর্তা, জনাব মোঃ কামরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর ও রাঙ্গাবালী থানা পুলিশ এর সহযোগিতায়, সোনার চর, কলাগাছিয়া চর, চর তুফানিয়া, চর কাসেম এলাকায় অভিযান পরিচালনা করে ২৩টি বেহুন্দি জাল, ১৭টি চরঘেরা জাল ও ১০০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫২০০০০ টাকা। জব্দকৃত জালগুলো, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ মিজানুর রহমান এর উপস্থিতিতে উপজেলা চত্তরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।