মোঃ ইসরাফিল হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি:
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কর্তৃক রাজশাহীর দূর্গাপুরে অভিযান পরিচালনা করে ১৪১০ লিটার চোলাইমদ উদ্ধার করে এবং ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৮ জানুয়ারি ২০২৪ তারিখ সময় ভোর- ০৫.৩০ ঘটিকায় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া সাওতালপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে চোলাইমদ-১৪১০ লিটার উদ্ধার করেন এবং আসামী ১। সঞ্জিত রায় (৪০), পিতা-তিনকুড়ি রায়, ২। সুজন রায় (২২), পিতা-মৃত কালিপদ রায়, উভয় সাং-নারিকেলবাড়িয়া সাওতাল পাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে প্রকাশ: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া সাওতালপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী তপু রায় এর বসতবাড়িতে চোলাই মদ বিক্রয় করছে।
উক্ত সংবাদ পাওয়ামাত্রই মাদক ব্যবসায়ী তপু রায় (২৫) এর বসতবাড়ীর চতুর দিকে ঘেরাও করে বাড়ীর ভিতর প্রবেশ করা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল উক্ত বাড়ির ভিতরেই ০২ জনকে র্যাবের টিম হাতেনাতে আটক করে এবং অপর ০১জন ব্যক্তি দক্ষিণ দিক দিয়ে দৌড়ে রাতের আধারে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসতবাড়ীতে অবৈধভাবে গোপনে চোলাইমদ প্রস্তুত করতঃ রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার দূর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।