প্রেস বিজ্ঞপ্তি
চাঞ্চল্যকর ও বহুল আলোচিত শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহীম মোল্লা’কে নেত্রকোনার কেন্দুয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-২ এবং র্যাব-১৪।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
চাঞ্চল্যকর ও বহুল আলোচিত শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহীম মোল্লা (২৬), পিতা- জলিল মোল্লা, থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুর’কে গতকাল ২৫/০১/২০২৪ ইং তারিখ রাত ০২৩০ ঘটিকায় নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-২ এবং র্যাব-১৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০১৯ সালের ১৮ এপ্রিল বিকেল ৫টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকার ৫৫ বছর বয়সী এক নারী।
নিখোঁজের তিন দিনপর ২১ এপ্রিল ২০১৯ইং তারিখ ভিকটিমের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরের পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগা এলাকার আব্দুর রহমান মাস্টারের বাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে ভিকটিমের হাত ভাঙা ও মাথায় আঘাতের ক্ষত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।
পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই লাল মিয়া সরদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা (ডামুড্যা থানা, মামলা নং- ০৪(০৪)১৯, জিআর- ২৬/১৯ তারিখ ২১/০৪/২০১৯ইং ধারা- ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) দায়ের করেন। মামলা হওয়ার পর আসামিদের মধ্যে নিজাম বালী, ওমর ফারুক ও মোহাম্মদ আলী আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে ইব্রাহীম মোল্লাসহ ০৫ জন আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে আসামিদের বিরুদ্ধে মৃত্যুদন্ড সাজা এবং প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা প্রদান পূর্বক পলাতক আসামিদের গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি ইব্রাহীম মোল্লা (২৬) দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহীম মোল্লা (২৬)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ২৫ জানুয়ারি ২০২৪ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকায় নেত্রকোনার কেন্দুয়া এলাকা হতে গ্রেফতার করে। আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামিকে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে।
খান আসিফ তপু, এএসপি
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক
মোবাঃ ০১৭৭৭-৭১০২০৩