স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা । আলোচনা শেষে থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটায় কানাইখালী ষ্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রত্না আহমেদ এমপি, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, আহাদ আলী সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বর্তমান প্রজন্ম আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। চলমান উন্নয়নকে টেকসই এবং সুষম করার মধ্য দিয়ে অর্থময় করে তুলতে হবে। মেলায় প্রদর্শিত বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেশের এগিয়ে যাওয়া সম্পর্কে দর্শনার্থীবৃন্দ ধারণা লাভ করতে পারবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।