কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে (২৪ জানুয়ারি) বিকেলে কাউখালী মহিলা পরিষদের নিজস্ব কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খুজে খুজে অসহায় শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সাহিদা হক, সহ-সভাপতি জাহানারা হাবিব, সাবেক সভানেত্রী জাহানারা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক শামীম আরা শাম্মী, নারী নেত্রী প্রভাতী রানী মৃধা, মাহফুজ মিলি, ছায়া সমাদ্দার সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ। সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দার জানান, আমরা যাচাই-বাছাই করে অসহায় নারীদের তালিকা করে তাদের মাঝে কম্বল বিতরণ করি এবং আমাদের এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে।