ইলিয়াসুর রহমান বরগুনা প্রতিনিধি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে মুখরিত বরগুনার রাজপথ। টগবগে রুধি প্রবাহমান ছাত্রলীগের কর্মীদের মুহুর্মুহু করতালি আর স্লোগানে স্লোগানে উত্তপ্ত বরগুনা।
বরগুনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভা সফল করার লক্ষ্যে সকালে বরগুনা এসেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বরগুনার দায়িত্বপ্রাপ্ত তিন নেতা মোঃ বেলাল হোসেন বিদ্যুৎ, যুগ্ন-সাধারণ সম্পাদক, আব্দুর রশিদ রাফি, উপ- তথ্য ও গবেষণা সম্পাদক, শাহনেওয়াজ কবির সানি, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক। নেতৃবৃন্দকে স্বাগত জানাতে বরগুনা সদরঘাট থেকে শুরু করে স্লোগানে মুখরিত করেন বরগুনা জেলা ছাত্র সমাজের অহংকার, বিনয়ী, ভদ্র ও সদালাপী, নেতা-কর্মীদের বিশ্বস্ত ঠিকানা ছাত্রনেতা ইরফান আহমেদ বিশাল এর নেতৃত্বাধীন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা ছাত্রলীগের অন্যন্য নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ প্রতিক্ষিত জেলা ছাত্রলীগের বর্ধিত সভা। বর্ধিত সভা হচ্ছে একটি সংগঠনের সম্মেলনের প্রথম ধাপ। এই বর্ধিত সভাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি আমরা খুবই সন্তুষ্ট কারণ তারা যোগ্য নেতৃত্ব দিয়ে ছাত্রলীগকে উজ্জিবিত রেখেছে। আমরা চাই আগামি দিনেও জননেত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃন করতে একটি চমৎকার কমিটি উপহার দিতে।