আবুল কালাম আজাদ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা সভা উলিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপুল কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির, উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু জোবায়ের আল মকুল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সুভাস চন্দ্র সরকার সহ প্রমুখ।
উক্ত মেলায় অংশগ্রহণ করেছেন উপজেলা ভুমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সেটেলমেন্ট অফিস, সামাজিক বনবিভাগ, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতাল, উপজেলা কর্মকর্তা কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলার বিভিন্ন দপ্তর, সংস্থা, ব্যাংক, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহি অফিসার কার্যালয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী কার্যালয়, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, উলিপুর থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মিনিগ্রাম আদর্শ পঠাগার, উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়, উলিপুর লালমনিরহাট পল্লী বিদ্যুৎ অফিস। উক্ত মেলায় বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরা হয়েছে। ৭ দিন ব্যাপি এ মেলায় বিভিন্ন দপ্তরের ২৫ টি স্টল অংশগ্রহণ করে।