ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম(এমপি) বলেছেন- আমি প্রধানমদন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই। তাঁর তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালর ১৫ আগস্ট শহীদ হয়ছন।
সে কারণে প্রধানমন্ত্রী আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন এবং আমি তার দল থেকে নির্বাচন করে বিজয় অর্জন করছি। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্রথম এলাকায় এসে তিনি আরও বলন, কাঠালিয়া এবং রাজাপুরকে ভালাে রাখতে চাই এবং ভালাে কিছু করতে চাই। আমি কােন ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত, আমি সবাইকে চিনি এবং জানি। ১৯৭১ সাল থেকে আমি এলাকায় আসা যাওয়া করি কাজেই আমি নবনির্বাচিত নই। সােমবার ২২ জানুয়ারি দুপুরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজলা পরিষদ আয়ােজিত বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলন।
প্রথমে সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দুপুর ১২ টায় সংবর্ধণায় অংশ নেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে তাকে বরন করেন ও শুভেচ্ছা জানান।
সংবর্ধনায় কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাে. এমাদুল হক মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাে. নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাে. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মাে. নাসির উদ্দীন সরকার। এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি-কর্মকর্তা কমচারীদের সাথে ও উপজেলার মুক্তিযাদ্ধাদের সাথে মতবিনিময় করেন শাহজাহান ওমর।