প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৪, ৯:২৬ পি.এম
যাত্রীবাহী বাস উল্টে খাদে:আহত ৪৫
মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জলসিড়ি পরিবহনের একটি বাস কিশোরগঞ্জের হোসেনপুর-পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি রিয়াজ উদ্দিন মাষ্টারের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার শিকার হয়। এতে বাসের ড্রাইভার-হেলপার ও চেকারসহ অনেকের হাত-পা ভেঙ্গে যায়।
এ সময় বাসে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলো বলে আহতরা জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর-পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই হোসেনপুর ও নান্দাইল উপজেলার বাসিন্দা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।