ফরিদগঞ্জ ব্যুরো: ছারছীনা শরীফের আমীরে শরিয়ত, আমীরে তরিকত কুত্ধসঢ়;বুল আলম শাহ্ধসঢ়; সূফী আল্লামা নেছার উদ্দীন আহমদ (রহ.)- এর এজাযতে, তাহার প্রধান খলিফা পীরে মুকাম্মাল শায়খুল মাশায়েখ শাহ্ধসঢ়; সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহঃ) এর প্রতিষ্ঠিত পীরে মুকাম্মাল শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ্ উদ্দীন (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে আগামী ৯ ও ১০ই ফাল্গুন অর্থাৎ (২২ ও ২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বানে শনিবার (২০ জানুয়ারি) সন্তোষপুর দরবার শরীফের নেছার মঞ্জিলে অনুষ্ঠিত পরামর্শ সভায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত হক্কানী আলেম ওলামায়ে কেরামগণ, মসজিদের খতিব-ইমাম, সভাপতি ও সম্পাদকগণসহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বার্ষিক মাহফিলকে সফল করার লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন মাহ্ধসঢ়;ফিল সফল ভাবে সম্পন্ন করতে আল্লাহর দয়া কামনা করেন।
এ সময় বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। এসময় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আসন্ন মাহফিলকে সাফল্য ম-িত করতে সওয়াবের উদ্দেশ্যে আর্থিক দান অনুদানের পাশাপাশি বিভিন্ন সহায়তার জন্য দেশ-বিদেশে ধর্মপ্রাণ মুসুল্লিদের দৃষ্টি কামনা করছেন সন্তোষপুর দরবার শরীফের মাহফিল এন্তেজামিয়া কমিটি।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলাধীন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আওতাধীন সন্তোষপুর গ্রামে প্রতিষ্ঠিত সন্তোষপুর দরবার শরীফ প্রতিষ্ঠারপর থেকেই দেশ-বিদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।