নুরুন নাহার বেবী. সিলেট।
এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ অকাঙ্খিতঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১২টার দিকে সিলেট নগরীর কাজিটুলা মহসিনর মিয়া কলোনী ভাড়াটিয়া গফুর মিয়াকে (৬০) অসুস্থ অবস্থায় উইমেন্স মেডিকেলে নিয়ে আসে তার স্বজনরা। হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া পর মারা যান তিনি।
এ ঘটনার পর স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়ার হলে তারা হাসপাতাল থেকে চলে জান। পরে রাত দেড়টার দিকে নিহত রোগীর স্বজনেরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেন।
এ ব্যাপারে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. তাহফিম আহমদ রিফাত জানান, রোগীর অবস্থা খারাপ থাকায় কর্তব্যরত ডাক্তার স্বজনদের অনুমতি নিয়ে আইসিইউতে নিয়ে যান। পরে সেখানে রোগী মারা যান। যেহেতু নিহত ব্যক্তি হাসপাতালের ভর্তি কোন রোগী না, এছাড়া তার কোন টিকেটও করেনি তাই তাদের ইমার্জেন্সি বিভাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে বলা হলে মোরাদেহ নিয়ে চলে যান স্বজনেরা। পরে গভীর রাতে কিছু সংখ্যক ব্যক্তি হাসপাতালের আউটডোর ব্যপক ভাঙচুর করে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না। পরবর্তীতে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন জানান, ভাঙচুরের খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতাল থেকে অভিযোগ করা হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।