প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৩, ৫:৩২ পি.এম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বালাদেশ হবে নিশ্চিত প্রতিপাদ্যকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
১১ জুন (রবিবার) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর আলোচনা সভা, শিক্ষার্থীদের উপস্থিত বক্তব্য, চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কিশোর - কিশোরীদের পুষ্টি বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ডা. মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় এবং ডা.মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেন, স্বাধীন বাংলাদেশের সকল মানুষের কথা চিন্তা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনগণের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক উন্নয়নের অংশ হিসেবে তিনি ১৯৭৪ সালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় তিনি ১৯৭৫ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেন। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ জাতির জনকের যুগান্তকারী সৃষ্টি। বর্তমানে দেশরত্ন শেখ হাসিনা পুষ্টি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আরোও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম, অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহনকৃত কমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন স্তরে পুরুস্কার বিতরন করার হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।