কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোহাম্মদ আলী হাওলাদার (৭৬) শুক্রবার সকালে (১৯ জানুয়ারি) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া রাজিউন) মৃত্যু কালে তিনি চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার বিকেলে আসর নামাজ বাদ তালুকদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযার শেষে শিয়ালকাঠিতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, শিয়ালকাঠী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষক নেতৃবৃন্দ শোক ও দুঃখ প্রকাশ করেছেন।