প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৪, ৩:০২ পি.এম
পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করছেন পুলিশ সুপার
পটুয়াখালী প্রতিনিধিঃ মনজুর মোর্শেদ তুহিন
পটুয়াখালী জেলায় গত ১০ দিন ধরে কনকনে শীতে যুবুথুবু হয়ে পরেছেন বহু দরিদ্র মানুষ। তাদের এমন কষ্ট লাঘবে সহায়তার হাত বাড়িয়ে দিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। সম্পুর্ন ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের জন্য কম্বল ও শীতবস্ত্র নিয়ে গত ৭দিন ধরে প্রতি রাতে শহরের লঞ্চঘাট, চৌরাস্তা, বাসস্টান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে খুঁজে খুঁজে অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করছেন তিনি। এতে উপকৃত হচ্ছেন অনেক শীতার্ত মানুষ ও তাদের পরিবার।
পুলিশ সুপারের সহয়তা মূলক এ কার্যক্রমে সাথে থাকেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, রফি উদ্দিন মুহাম্মদ জুবায়ের, মোঃ সাজেদুল ইসলাম সজল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীমউদ্দীন সহ একদল পুলিশ সদস্য।
পুলিশ সুপার বলেন, আমাদের সমাজে বহু সচ্ছল ব্যক্তি আছেন ,শীত নিবারনের জন্য তাদের শরীর ধাপে ধাপে বিভিন্ন পোশাকে আবৃত করেন। লেপ, কমফোর্ট, থাকার পরও বাড়িতে ব্যবহার করেন রুম হিটার, গ্রীজার।
অথচ সেই সকল বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা প্রত্যেকে যদি অন্তত একজন করে শীতার্তকে সহায়তা করেন তবে, দরিদ্র জনগনকে শীতের কষ্ট ভোগ করা লাগতো না। তিনি সম্ভব্য সকলকে এই শীতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর উদার্ত আহবান জানান।
তিনি বলেন, শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত জেলা পুলিশ ও তার ব্যক্তিগত সম্ভাব্য সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রাখবেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।