ওমর ফারুক তালুকদার, ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে উপজেলা ছাত্রলীগ। ১৭ই মার্চ বৃহস্পতিবার সারা দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ১১টায় ভালুকা সরকারী কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শেষ করে মেজরভিটা জামে মসজিদে জোহরের নামাজের পর মিলাদ, দোয়া ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে উপজেলা ছাত্রলীগ। পরে বাদ আসর বাসস্ট্যান সংলগ্ম সেভেনস্টার চাইনিজ এন্ড পার্টি সেন্টার প্রাঙ্গনে ১০২ পাউন্ট কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অনিক তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, সাংগঠনিক সম্পাদক আফরোজ খান আরিফ, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী প্রমূখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।