আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকণা) প্রতিনিধিঃ
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জে অগ্নিকান্ডে তুলার দোকানসহ দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার দুপুরে জেলার পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জের জালশুকা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের গৌরিপুর এলাকার চরপাড়া গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল্লাহর তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।
এসময় পাশের দোকান গৌরিপুরের ময়লাকান্দা গ্রামের ওবায়দুল হক তালুকদারের ফিসফিডসহ কীটনাশকের দোকানও পুড়ে যায়। সাথে সাথেই স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।
ক্ষতিগ্রস্ত, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তারা দুজনই গৌরীপুর উপজেলার। পাশাপাশি দোকানে ব্যবসা করছিলেন। আজ হঠাৎ তুলার দোকানের কর্মচারী দেখেন বিদ্যুৎ এর সুইচ বোর্ডে শব্দ হয়ে ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষণিক নিজে দোকান থেকে বেরিয়ে পড়েন সেইসাথে চিৎকার চেঁচামেচি করলে অন্যরাও এগিয়ে আসেন।
এদিকে শীতের দিন এবং কুয়াশা থাকায় অনেকে বাজারে দেরিতে এসে দোকানপাট খোলেন। তাই দোকানগুলোতে কোন মানুষ জন না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটে নি। কিন্তু আগুনের খবর পেয়ে সকলেই দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করি। মূলত লেপতোষক দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।