প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা জেলার সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদ (২৫)কে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ঢাকা জেলার সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদ(২৫), পিতা- সৈয়দ ফিরোজ আহম্মেদ, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা’কে গত ১৩/০১/২০২৪ইং তারিখ ২২.২০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি আশফি আহম্মেদ এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আসামি আশফি আহম্মেদ ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে গত ০৪/১০/২০২২ইং তারিখ হতে সাভার মডেল থানাধীন ভাটপাড়া, রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় নিয়ে প্রায় দুই মাস যাবত ধর্ষণ করে।
এতে ভিকটিম সন্তান সম্ভবা হলে, সন্তান হওয়ার পর বিয়ে করবে বলে তাকে কৌশলে বুঝিয়ে ভিকটিমের পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। গত ০২/০৭/২০২৩ইং তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার পর ভিকটিম বিবাহের কথা বললে, আসামি বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে।
এছাড়াও আসামি ভিকটিমের সহিত সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। অতঃপর ভিকটিম নিরুপায় হয়ে ঢাকা জেলার সাভার মডেল থানায় একটি মামলা (মামলা নং-৩১/৮১৫, তারিখঃ ১৭/১০/২০২৩ইং, ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সঃ/০৩) দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামি কে গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৩/০১/২০২৪ইং তারিখ রাত ২২.২০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি আশফি আহম্মেদ (২৫)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
শিহাব করিম
সিনিঃ এএসপি
সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক
মোবাঃ ০১৭৭৭-৭১০২০৩
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]