হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফয়েজ উল্লাহ পিতা আলহাজ্ব মোঃ মনছুর আলী ফকির (১০৫) এর নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।
১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২:৩০ চাকঢালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা সাবের।
নামাজে জানাজায় অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফি উল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, চাকঢালা মহিছুন্না দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুজ্জামান, চাকঢালার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন,ইউপি সদস্য ফরিদুল আলম
সাবেক ইউপি সদস্য ও উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা মোঃ নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি কর্মরত সাংবাদিক হেলাল উদ্দীন (মিঞাজী) ও রাজনৈতিক সংগঠনসহ
বিভিন্ন শ্রেণির পেশাজীবির অসংখ্য লোকজন। পরে নামাজে জানাজা শেষে মরহুম আলহাজ্ব মনছুর আলী ফকির চাকঢালা বাজার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন, উপজেলা আওয়ামীলীগ,উপজেলা জামায়াত ও উপজেলা বিএনপি
রাজনৈতিক নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য যে, নাইক্ষ্যংছড়ি সদর ৪নং ওয়ার্ড চাকঢালা, ১৫ জানুয়ারি (সোমবার) রাত ৮ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত মৃত্যু বরণ করেন তিনি (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ৪ পুত্র, ৪কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি একজন সহজসরল ও সাদামাটা মনে মানুষ ছিলেন।