মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর চরকালেখান ইউনিয়ন তাতীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মনিরুল হাসান খান টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক রেজাউল করিম মুন্সি। কর্মীসভায় বক্তব্য রাখেন চরকালেখান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বেপারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তালুকদার মোঃ জোবায়ের আহমেদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক রাশেদ খান তোতা, উপজেলা তাঁতী লীগের যুগ্ন আহবায় ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর মল্লিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, উপজেলা কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, পৌরসভা যুবলীগনেতা মামুন চৌকিদার সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।