মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপঙ্গাসী টু ভদ্রঘাট সড়কের হাটকান্দা তিন রাস্তার মোড়, হাটপাঙ্গাসী ফজলের মোড় বক্কারের দোকানের সামনে উত্তর পার্শে হেলে পড়েছে দু’টি গাছ। এ কারণে চলাচলের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জনসাধারণের।
কালিঞ্জা থেকে আশা অটোভ্যান চালক দুদু সেখ বলেন, আমরা ছোট যানবাহন গুলো নিয়ে কস্ট করে যেতে পারলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বড় যানবাহন গুলোর। এদিকে বেশ কয়েকজন পথচারীর সাথে কথা হলে তাড়া জানান, এই সড়কে ২/৩ টি গাছ হেলে রয়েছে।
তাছাড়া অনেক গুলো গাছ মরে গেছে। ফলে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনা। এমতাবস্থায় সড়কে হেলে পড়া ও মরা গাছ গুলো অপসারণ করার জন্য স্হানীয় বন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান তথা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকার হাজারো জনসাধারণ।