মোঃ আব্দুল্লাহ বুড়িচং প্রতিনিধিঃ
১৭ই মার্চ বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা-২০২২ পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ ফরিদ উদ্দিন, ছলিউল্লাহ, সহিদুল ইসলাম, আবদুল কাদের, মাহাবুব, হান্নান, আতিকুল ইসলাম শামিম, জোসনা বেগম জোলেখা বেগম, হাসিনা বেগম, শামিমা আক্তার, প্রমুখ।
উক্ত সভায় জাতিয় শিশু দিবসের গুরুত্ব ও বঙ্গবন্ধুর সংগ্রামী জিবন তুলে ধরেন আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।