কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মাদকের গ্রাস থেকে শিক্ষার্থী ও কিশোর-যুবসমাজকে রক্ষার জন্য শপথ নিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জানুয়ারি) কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে সমবেত হয়ে এ শপথ নেয়। এ সময় শিক্ষার্থীরা মাদককে না বলুন- এ বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড হাতে শপথে অংশ নেয়। কাউখালীর প্রবীণ সামাজিক উদ্যোক্তা শিক্ষাঅনুরাগী আবদুল লতিফ খসরু শিক্ষার্থীদের মাদকবিরোধী প্রচারণায় সক্রিয় হওয়ার শপথবাক্য পাঠ করান।
আব্দুল লতিফ খসরু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্পটে মাদকের বিরুদ্ধে শপথ নেওয়ার উদ্যোগ নিয়েছে।