ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
আস্থা প্রকল্পের অধীনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া যুব ফোরামের সক্রিয়করন সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ফোরাম ফুলবাড়িয়ার আহবায়ক ইমান আলী এর সভাপতিত্বে ও আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার আফরোজা আক্তার কনার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ইমন সরকার, মনিটরিং অফিসার অনন্যা জ্যোতি, ফুলবাড়িয়া যুব ফোরামের সদস্য শিশির, জহিরুল, জাকির হোসেন, তানভীর হোসেন, জেসমিন আক্তার, খালেদা আক্তার প্রমুখ।
মনিটরিং অফিসার অনন্যা জ্যোতি সমাজের কল্যানে করনীয় বিষয়ক নানান দিকনির্দেশনা প্রদান করেছেন। আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার সহিংসতা বিরোধী ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করনীয় শীর্ষক আলোচনা করেন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় উঠান বৈঠক করতে কমিটির সদস্যদের উদবুদ্ধ করেন।
সভায় ফুলবাড়িয়া উপজেলার সকল ইউনিয়নে একটি করে সহিংসতা বিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উঠান বৈঠক করার উদ্যোগ ও সিদ্ধান্ত হয়।