এ.এম.লিমন ( বাকেরগঞ্জ প্রতিনিধি)
বহুল আলোচিত বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধল ইউনিয়ন। সেখানে আছে অনেক স্কুল এবং কলেজ তারমধ্যে কে.জি.এস মাধ্যমিক স্কুল এন্ড কলেজ অন্যতম।বীর মুক্তিযোদ্ধা খান মোঃ আলতাফ হোসেন বুলুর হাত ধরে সেই কে.জি .এস মাধ্যমিক স্কুল এন্ড কলেজের পথ চলা।এক কথা না বললেই নয় আলতাফ হোসেন বুলু ভাই না থাকলে সেই স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। বঙ্গবন্ধুর রাজনীতি বুকে ধারণ করে আলতাফ হোসেন বুলুর পথ চলা সেই বঙ্গবন্ধু 1972 সালে কে.জি.এস স্কুলের ক্লাস টেন পর্যন্ত এমপিও ভুক্ত করে দেন।
আর এখন বাকি আছে উচ্চমাধ্যমিকের এমপিও ভুক্ত করন আজকে 17 ই মার্চ বাংলাদেশের মহানায়ক জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 102 তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয় খান মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে জন্মদিন পালিত হয়।আর সেই মহানায়ক এর জন্মদিনে টিচারের সামনে ও ছাত্রছাত্রী সামনে ওয়াদা করেন এ বছরের এমপিওতে তার কলেজ এমপিওভুক্তি হবে ইনশাআল্লাহ। আজকে এই মহানায়কের জন্মদিনে শিশু দিবস পালনের উদ্দেশ্য করে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ করে নেন গান আলতাফ হোসেন বুলু। বাকেরগঞ্জের এক অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হল তাই তার জন্য সবাই দোয়া করবেন যাতে সে তার শিক্ষাপ্রতিষ্ঠানকে সামনে এগিয়ে যেতে পারে।