সোহেল রানা তালতলী প্রতিনিধি:
কৃষি ক্ষেত্রে উন্নয়ন করার লক্ষ্যে বরগুনার তালতলীতে কৃষকদের মাঝে কৃষি প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি ১২ টায় উপজেলা চত্বরে “প্রগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ উপকরণ বিতরণ করা হয়।
এ সময় ১০ জন কৃষকের একটি গ্রুপ করে মোট ২ টি ধান বীজ উৎপাদনকারী গ্রুপ ও টি AWD প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে ধান চাষী গ্রুপ মোট ৪ টি গ্রুপের মাঝে বীজ সংরক্ষণের জন্য ৪০ টি ড্রাম ও বাম্পার ফলনের জন্য ৬০০কেজি ইউরিয়া সার, ৬০০কেজি ডেব সার, এম ও পি ৩২০ কেজি, জিপসাম ৮০ কেজি, জিংক ৮ কেজি এবং ব্রণ ৮ কেজি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন হাওলাদার, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রাসেল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার চিত্তরঞ্জন শিকারি, কড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সিকদার পনু, উপসহকারী কৃষি কর্মকর্তা এ্যচিঅং ও মোঃ জামাল হোসেন