ফাহাদ মোল্লা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দেয়ার দায়ে মো. মীর হোসেন শিকদার নামের এক যুবককে দুই বছর কারাদন্ড প্রদান করেছে আদালত। সে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকারী সদস্য বলে জানাগেছে।
রবিবার (৭ জানুয়ারি ) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার হাসাইল বানারী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র হতে ৪ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃরা হলেন মীর হোসেন সিকদার, তাজুল ইসলাম, কাদির তালুকদার ও ফরহাদ হোসেন।আটক করার পর ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোহেল রানা বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছে বিচারকার্য শুরু করে বিচারক।
এ সময় আটককৃত মীর হোসেন নৌকা প্রতীকে একাধিক জাল ভোট দেওয়ার বিকেল পৌনে ৪ টার দিকে সংক্ষিপ্ত বিচার শেষে আসামি মোঃ মীর হোসেন সিকদারকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড অনাদয় আরো পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে নির্বাচনের সংক্ষিপ্ত আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। আদেশের পর আটকৃত মীর হোসেনকে মুন্সীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ সময় আটকৃত অপর তাজুল ইসলাম, কাদির তালুকদার ও ফরহাদ হোসেনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। আটককৃত মোঃ মীর হোসেন সিকদার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল এলাকার সুলতান আহমেদ শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিচারকের পেশকার মোঃ জাকির হোসেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের ১৭২ নং আসন ও মুন্সীগঞ্জ ২ আসনের টংগীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের বানারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট (একাধিক ভোট) প্রদানের দায়ে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৪ (৪) অনুচ্ছেদ অনুযায়ী মীর হোসেন সিকদার নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় অপর তিন ব্যক্তি তাজুল ইসলাম, কাদির তালুকদার ও ফরহাদ হোসেনকে অপরাধ প্রমাণিত না হওয়ার কারনে তাদের খালাস দেওয়া হয়েছে।