ভান্ডারিয়া প্রতিনিধি: ভান্ডারিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য ম. মহিউদ্দিন খান দিপু (৬২) হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে আজ সোমবার সকাল ১০ টার দিকে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ৩৯ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ম. মহিউদ্দিন খান দিপু ভান্ডারিয়া পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহতাব উদ্দিন টুলু খানের বড় ছেলে। দিপু খান মৃত্যু কালে মা, ভাই-বোন, স্ত্রী, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিপু খানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ভান্ডারিয়া উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। আগামীকাল উপজেলার বাসস্ট্যান্ডে নিজের প্রতিষ্ঠিত আল ফালাহ জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে জেলা- উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ বেদনায় ভেঙে পড়েন এবং তারা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যু’র আগ মুহুর্তেও তিনি দলের সাথে কাজ করে গেছেন।