আশরাফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেষ হলো মাদারীপুর-৩ আসনের নির্বাচন। কিন্তু নির্বাচনী মাঠে এই আসনের মানুষ শুধু চমকের অপেক্ষায় থাকতো। যার মধ্যে উল্লেখ্য চমক হিসেবে ছিলো প্রধানমন্ত্রীর আগমন। নির্বাচনী ফলাফলের পরে এই আসরে এবার নতুন চমক হলেন তাহমিনা বেগম। যাকে কালকিনির (ডাসার) ‘মা’ হিসাবে আখ্যায়িত করেছেন অনেকে।
মাদারীপুর-৩ আসনে ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তাহমিনা বেগম। তিনি এর আগে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। রোববার (০৭ জানুয়ারী) কালকিনি উপজেলা ভবন থেকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করা হয়েছে। স্বতন্ত প্রার্থী তাহমিনা বেগম মোট ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডঃ আবদুস সোবহান মিয়া গোলাপ ‘নৌকা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।
অন্যান্য প্রার্থীরা হলেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস ‘গামছা’ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নিতাই চক্রবর্তী ‘একতারা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৩ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী প্রবীণ হালদার ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল খালেক ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়ছেন ৫৩৩ ভোট।
উল্লেখ্য, মাদারীপুর-০৩ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৩৪০ জন, মোট কেন্দ্রের সংখ্যা ১৩৪ টি, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ১৯৬। যার মধ্যে বাতিল বলে গণ্য হয়েছে ২ হাজার ১৬৯টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৫.২৬%।