কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৭টায় এ উপলক্ষে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কিশোরগঞ্জ- ১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারহানা খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান, সহ বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সকাল ১০টার দিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৫ দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ- ১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিন ব্যাপী ৫টি ট্রাক কিশোরগঞ্জ জেলায় ট্রাকশো করবে।