সামায়ুন আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুরে আটককৃত গরু চোর এমরান হোসেন (২৪) কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত চোর তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে। তাহিরপুর থানার উপ পরিদর্শক মো. গোলাম হক্কানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের হবিকুলের একটি গৃহপালিত বলদ গরু চারদিন পূর্বে চুরে যায়।
বুধবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামে বিক্রি করার সময় গরুসহ চোরকে আটক করা হয়েছে।
এ ঘটনায় হবিকুল বাদী হয়ে ধৃত চোর এমরান হোসেনকে আসামী করে তাহিরপুর থানায় মামলা রুজ্জু করলে এমরান হোসেনকে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়। বদল গরুটি তাহিরপুর থানার জিম্মায় রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।