প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৪, ১১:৫৭ এ.এম
যশোর-৫ আসনে ঈগল মার্কার ২ প্রার্থীকে আহত করে আতঙ্ক সৃষ্টি
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
আজকে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসনের খেদাপাড়া ইউনিয়নের ৫ নং হেলাঞ্চী ওয়ার্ডে ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলীর কর্মী সাবেক মেম্বার সাধন ও মশিয়ারকে
নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্যের কর্মীরা মারধর করে।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে মনিরামপুর উপজেলার কৃষ্ণবটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনাটি ঘটে। আহতর সাবেক ইউপি মেম্বার সাধন ও মশিয়ার রহমান। তারা দুজনেই- উপজেলার হেলাঞ্চি গ্রামের বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকেই তারা ঈগল প্রতীকের পক্ষে কেন্দ্রের সামনে কাজ করছিলেন। হঠাৎ করেই একদল লোক তাদের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহতদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাধন মেম্বারের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। কর্মীদের আহত হওয়ার খবর শুনে আহতদের দেখতে তাৎক্ষণিক ছুটে যান ঈগল মার্কার প্রার্থী এসএম ইয়াকুব আলী। তিনি আহতদের সাথে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।
এদিকে, ভোট কেন্দ্রের সামনে এমন ঘটনা ঘটায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।