মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ১৪৭টি ও ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্র রয়েছে। এ জেলায় মোট ভোটার ৫লাখ ৫৪হাজার ১৬৪জন। জেলা নির্বাচন অফিস সুত্রে এতথ্য জানাগেছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠে নিয়োজিত থাকবে ২০টি ভ্রাম্যমাণ আদালত, ৩৬টি স্ট্রাইকিং ফোর্স, ৩শ সেনা সদস্য, ৭৯২ জন পুলিশ, ১০১জজন বিজিবি সদস্য, ৪০ র্যাব সদস্য ও ২হাজার ৯শ আনসার সদস্য। জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার এতথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবধরনের তৎপরতা শুরু করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আ. সালেক জানান, ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ২টি পৌরসভা ও ৩২ টি ইউনিয়ন নিয়ে দুটি আসন গঠিত। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে দুটি উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে। এখানে ৯০টি ভোট কেন্দ্রের মধ্যে রাজাপুরে ৫০টি ও কাঠালিয়ায় ৪০টি কেন্দ্র। রাজাপুর উপজেলায় ২৮২টি কক্ষের ২৪৬টি স্থায়ী ও ৩৬টি অস্থায়ী ভোট কক্ষ এবং কাঠালিয়া উপজেলায় ২৫০টি ভোট কক্ষের ১৯৫টি স্থায়ী ও ৫৫টি অস্থায়ী ভোট কক্ষ থাকবে। এ আসনে মোট ভোটার ২লাখ ১২হাজার ৮জন। এরমধ্যে পুরুষ ১লাখ ৭হাজার ৮৬০জন, মহিলা ১লাখ ৪ হাজার ১৪৫জন ও হিজড়া ৩জন ভোটার রয়েছেন।
ঝালকাঠি-২(সদর-নলছিটি) আসনে দুটি উপজেলায় দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে। এদুটি উপজেলার সদর উপজেলায় ৭৭টি ও নলছিটি উপজেলায় ৭০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সদর উপজেলায় ৪৩১টির মধ্যে ৪১১টি স্থায়ী ও ২০অস্থায়ী ভোটকক্ষ থাকবে। নলছিটি উপজেলায় ৩৯৬ ভোট কক্ষের ৩৩৫টি স্থায়ী ও ৬১টি অস্থায়ী ভোট কক্ষ থাকবে। এ আসনে মোট ভোটার ৩লাখ ৪২হাজার ১৫৬জন। এরমধ্যে পুরুষ ১লাখ ৭৩হাজার ৯শত, মহিলা ১লাখ ৬৮হাজার ২৫৪ ও হিজড়া ২জন ভোটার রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]