বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত নিহতের ঘটনায় প্রধান আসামী সিরাজ ফরাজি কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম। আসামী সিরাজ ফরাজি উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের বাসিন্দা।
এবিষয়ে শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার জমাজমি ও বংশ পরম্পরায় পূর্ব শত্রুতার জেড় ধরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত আহত হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী বুলু বেগম বাদী হয়ে ৭ জনকে নামিয় এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে। আমাদের পুলিশের টিম অভিযান চালিয়ে আজ ভোর রাতে প্রধান আসামী সিরাজ ফরাজিকে গ্রেফতার করেছে। এটি কোন রাজনৈতিক হত্যাকান্ড নয় এটি একটি বংশ পরম্পরায় পারিবারিক বিরোধের জেড় ধরে ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, বুধবার বিকেলে জাহাঙ্গীর পঞ্চাইত তার প্রতিপক্ষ ফরাজি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ে পূর্ব শত্রুতার জেড়ে প্রধান অভিযুক্ত সিরাজ ফরাজি তাকে পিটিয়ে আহত করে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত এর পরিবারের দাবী তিনি কলারছড়ি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো: শামীম শাহনেওয়াজ এর কর্মী সমর্থক ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]