প্রেস বিজ্ঞপ্তি:
রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের একটি বাড়ি থেকে বিপুল পরিমান ককটেল এবং পেট্রোল বোমা প্রস্তুতকালীন সময়ে হাতে নাতে ০৩ জন নাশকতাকারী'কে গ্রেফতার করেছে র্যাব-৩।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, মাদক, হত্যা, ধর্ষণ, নাশকতাকারী ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশব্যাপী সুনাম অর্জন করে আসছে।
গত ২৮ অক্টোবর বিরোধী দলের মহা সমাবেশের পর হরতাল এবং অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে নাশকতাকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করে আসছে। আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল রক্ষায় র্যাব নাশকতাকারীদের গ্রেফতারে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। সৃষ্ট নাশকতা দমনে গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগকারী এবং ককটেল প্রস্তুতকারী গ্রেফতারে র্যাব-৩ ইতিপূর্বে উল্লেখযোগ্য অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৬/০১/২০২৪ তারিখ ০১:০০ ঘটিকায় রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ককটেল এবং পেট্রোল বোমা প্রস্তুতকালীন সময়ে নাশকতাকারী ১। মোঃ আবুল কাশেম (৩৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, থানা-দাসপাড়া, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ ফজলে রাব্বী (২৭), পিতা মোঃ আব্দুল কাদের, সাং-শহরমোড়, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ এবং ৩। মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-কারপাশা, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জদেরকে ৩০টি ককটেল, ২৮টি পেট্রোল বোমা এবং ০৬ টি টেপসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আয়নাল নামের এক ব্যক্তি তাদের এই ককটেল এবং পেট্রোল বোমা প্রস্থুত করার জন্য নির্দেশ প্রদান করে। উক্ত ককটেল এবং পেট্রোল বোমা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে একটি বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল। তাদের পরিকল্পনা সফল করার জন্য আয়নালের নির্দেশ অনুযায়ী তারা রাজধানীর জুরাইন রেলগেইট এর পাশে একটি বাড়ি ভাড়া করে উক্ত বাসায় ককটেল এবং পেট্রোল বোমা প্রস্তুত করে।
তারা আরও জানায় ০৭ জানুয়ারি ২০২৪ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা করার জন্য এই ককটেল এবং পেট্রোলবোমা সরবরাহ করবে। নির্বাচনের পূর্বে উক্ত ককটেল ও পেট্রোল বোমা রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, জানমালের ক্ষতি সাধন ও নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাবে। আয়নাল সহ উক্ত ঘটনার সাথে যেসকল নাশকতাকারীর সমপৃক্ততা রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ আরিফুর রহমান, পিপিএম
সিনিয়র সহকারী পরিচালক
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]