ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় একটি দাখিল মাদ্রাসার নিয়োগ পরিক্ষায় ফজলে রাব্বি নামে এক পরীক্ষার্থীকে প্রবেশ পত্র না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগকারী ফজলে রাব্বি জানায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী দাখিল মাদরাসার জন্য একজন আয়া, একজন অফিস সহায়ক ও একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মোট তিনজনকে নিয়োগের জন্য শুক্রবার (৫ই জানুয়ারি) সকালে পরীক্ষার দিন ধার্য করা হয়।
শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ও তাকে প্রবশ পত্র না দেওয়ায় এলাকা বাসীর সহযোগিতায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জানতে পারে রাব্বির প্রবেশপত্র তাকে না জানিয়ে স্কুলের দপ্তরীর মাধ্যমে তার এক আত্মীয়ের কাছে পৌছানো হয়েছে। এ ঘটনায় সরেজমিনে ও মাদ্রাসায় গিয়ে দেখা যায় উল্লেখিত তিনটি পদের জন্য ১৫ জন আবেদন করলেও পরীক্ষার্থী রয়েছে ১০জন।
মাদ্রাসার সাবেক সভাপতি মো: ফখরুল হাসান জানান এমন ঘটনার বিষয়ে তিনি আগে খোঁজ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর নির্বাচন উপলক্ষে পরিক্ষা স্থগিত রাখার আবেদন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান জানান, আবেদন পাওয়ার পর ওই মাদ্রাসার নিয়োগ পরিক্ষা স্থগিতের জন্য নির্দেশ দিয়েছি। শুক্রবার পরীক্ষা নেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মো: আবুল কালাম বলেন, ফজলে রাব্বির প্রবেশপত্র না দেওয়ার ঘটনা মিথ্যা। তার প্রবেশপত্র প্রতিষ্ঠানের দপ্তরীর মাধ্যমে তার এক ভাইয়ের হাতে পৌছে দেয়া হয়েছে।