মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ
উপমহাদেশের প্রখ্যাত আলেম, বিশিষ্ট দার্শনিক, মতানৈক্যসহ ইসলামী ঐক্য নীতির প্রবর্তক মাওলানা আযিযুর রহমান (রহ) নেছারাবাদী কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ার করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।
তিঁনি শুক্রবার নেছারাবাদ দরবারের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে হুজুরের মাজার জিয়ারত করেন। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহসভাপতি খান আরিফুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন নেছারাবাদ কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মাহবুবুর রহমান। এসময় ঝালকাঠি জেলাবাসিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।