মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:
অসহযোগ আন্দোলনের ডাক কেবল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মানায়, রিজভির মানায়না। বঙ্গবন্ধু অসহযোগের ডাক দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। শেখ হাসিনা অসহযোগের ডাক দিয়ে গনতন্ত্র ফিরিয়ে এনেছে। এদিকে রিজভি অসহযোগ আান্দালনের নামে মানুষ পুড়ে মারছে। দিনাজপুর-৫ আসনের শেষ নির্বাচনী জনসভায় এমন কথা বললেন নৌকা মার্কার সাতবারের এমপি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুর ফুলবাড়ী সরকারী কলেজ শহীদ মিনার চত্তরে নৌকা মার্কার নির্বাচনী শেষ জনসমাবেশে বক্তব্য এমন কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি। এসময় এমপি‘র দুই কন্যা ফারহানা রহমান ও ফারজানা রহমানসহ উপজেলা আওয়ামীলীগের সর্বোস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার সকল ইউনিয়ন থেকে বাদ্য যন্ত্রের তালে তালে নৌকার মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন নেতাকর্ম ও সমর্থকরা।