শহীদুল ইসলাম শাহীন(ধর্মপাশা প্রতিনিধি)ঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় নানা কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকালে দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আনুষ্ঠানিকভাবে জন্মবার্ষিকীর কেক কাটা কর্মসূচি পালন করে সংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু মনিন্দ্র ঢন্দ্র তালুকদার, ফখরুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, মজিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান দিলীপ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন,সাধারণ সম্পাদক এডভোকেট একরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।