প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৪, ১১:২৭ পি.এম
নওগাঁর বদলগাছীতে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ম্যানেজ করে টি.আর প্রকল্পের টাকা আত্নসাত করেছে সাবিনা ইয়াসমিন নিলু
মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজের বিনিময়ে টাকা (টি,আর) সংস্কার কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক (এমপি) উন্নয়নের অধীন বাস্তবায়িত প্রকল্পের কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ম্যানেজ করে টাকা উত্তোলন করেছে প্রকল্প বাস্তবায়ন সভাপতি। প্রকল্প বিষয়ে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রকল্পে কোন কাজ না করে তদারকি কর্মকর্তাদের যোগসাজশে বরাদ্দকৃত টাকা পকেটস্থ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রকল্প সভাপতির বিরুদ্ধে।
উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণ কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। আর এই প্রকল্পের জন্য সাবিনা ইয়াসমিন নিলু কে প্রকল্প সভাপতি করে কোন কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মইনুল ইসলামকে ম্যানেজ করে সমুদয় টাকা উত্তোলন করা হয়েছে।
প্রকল্প সভাপতি সাবিনা ইয়াসমিন নিলু বলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণ কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প কাজের মেয়াদ শেষ হয়েছে।এখনো কাজ করা হয়নি।
সরকারি পরিপত্র অনুযায়ী টি, আর প্রকল্পের কাজ করার সময় প্রকল্পের নাম, টাকার পরিমাণ ইত্যাদি উল্লেখ করে সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও তা টাঙানো হয়নি। চুক্তি অনুযায়ী রাস্তার কাজ করা হয়নি।
এলাকাবাসী বলেন, বেগুন জোয়ার মসজিদ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার করণের এখনো কোন কাজ করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলাম বলেন, আমি কিছু বলতে পারবো না।আপনাদের যা ইচ্ছা তাই করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।