স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় প্রথমে উপজেলা স্বারক ৭১ এ পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। এছাড়াও সকালে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে ‘মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা’ উদ্বোধন শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও জি এম ফুয়াদ মিয়া এর সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, প্রকৌশলী মাহবুব রহমান, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ মেশবাহুল হক, সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আলোচনা সভা অনুষ্ঠানে সারাদেশে আলোচিত ভাষ্যকার নাগরপুর দপ্তিয়রের সারোটিয়াগাজী এলাকার কৃতি সন্তান ফারহান সদিক সামি বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ভাষণ উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে নাগরপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে আগত গরীব শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।