মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
নলছিটিতে প্রতি বছরের মতো এবারেও দোল পূর্ণিমায় শ্রীগুরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী অনুষ্ঠান চলছে। ১৮ মার্চ শুক্রবার মহোৎসব অনুষ্ঠিত হবে।
১৪ মার্চ সোমবার সকালে সংঘ পতাকা উত্তোলন ও হাসপাতালে দুঃস্থ রোগীদের মাঝে ফল বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। ওই দিন রাত ৮টায় মহতি ধর্ম সভা অনুষ্ঠিত হয়। তপন কুমার সেন’র সভাপতিত্বে এ ধর্ম সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন এডভোকেট পরিতোষ সমদ্দার, সুনীল কুমার কুন্ড, কালাচান কর্মকার, মিলন কান্তি দাস, বিপুল কর্মকার, পলাশ কর্মকার, পলাশ সজ্জন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক ভক্ত কর্মকার।
পরিব্রাজকাচার্য্যবর শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবর স্মরণে নলছিটির ২৭তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে
দোল পৃূর্নিমা তিথিতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহনাম যজ্ঞানুষ্ঠান চলছে।
১৫ মার্চ মঙ্গলবার থেকে ১৭ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চলবে নাম কীর্তন। ১৮ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে মহোৎসব। প্রতিদিন মন্দির আঙিনায় শত শত ভক্ত নাম কীর্তন শ্রবণ করছে। দুপুর ও রাতে ২/৩ হাজার ভক্তদের প্রসাদ গ্রহণ করেছেন বলে জানান কর্মী প্রধান পলাশ সজ্জন। ধর্ম সভায় মহোৎসবের ভক্তদের প্রসাদের যাবতীয় ব্যয়ভার বহনের ঘোষণা দেন মানিক কর ও রতন কর নামে দুই ভক্ত।