মো খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে শেষ মূহুর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনএম পার্টির প্রার্থী শাহ জামাল রানা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় মিছিল, গনসংযোগ ও পথসভা করে।
এতে তার কর্মী সমর্থকরা বিভিন্ন ধরণের বাদ্য বাজনা নিয়ে অংশ নেয়। মিছিলটি শহরের কাউতলী থেকে বের হয়ে টি.এ রোড, কালিবাড়ি মোড়, পুরাতন কাচারি রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে নির্বাচনের মাঠ অনেকটাই উৎসবমূখর হয়ে উঠে। এ সময় বিএনএম পার্টির প্রার্থী শাহ জামাল রানা (নোঙ্গর) প্রতীকে সবার কাছে ভোট চান।
পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক পথসভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ভোটের হাওয়া লেগেছে। তবে সংশয় ভোটগ্রহণ সুষ্ঠু হবে কিনা। যদি ভোটগ্রহন সুষ্ঠু হয় তবে জনতা নোঙ্গর প্রতীকে বিএনএমকেই বেছে নিবে।