শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২তম জনবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ইসলামিক ফাউন্ডেশেন উদ্যোগে অনুষ্ঠানে খতমে কুরআন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, সহকারি কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসমা নাহাত, মেয়র মোঃ মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার পুলিশ সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ সরোয়ার জাহান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফরিদুল হক, জেলা পরিষদের সদস্য সহকারি অধ্যাপক মোঃ খোরশেদ আলম, সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্ময়ন অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান, মহিলা বিষয়ক অফিসার শায়লা নাজনীন প্রমুখ।