ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবীউল ইসলাম কে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করলেও কাউন্সিল করে ছেড়ে দেন প্রশাসন। উল্লেখ্য যে, গত ০২/০১/২০২৪ইং তারিখে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির এলাকা থেকে নাশকতা মামলার এজাহার ভূক্ত আসামী ফুলবাড়ী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবীউল ইসলাম কে গত ০৩/০১/২০২৪ইং তারিখে কাউন্সিল করে নবীউল ইসলাম কে ছেড়ে দেন বলে জানান দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম) ।
উল্লেখ্য যে, গত ০২/১১/২০২৩ইং তারিখে ফুলবাড়ী থানার এসআই মোঃ বদিউজ্জামান বাদী হয়ে অধ্যক্ষ নবীউল ইসলাম সহ ১৯ জন বিএনপি’র নেতা কর্মীর নাম উল্লেখ করে একটি নাশকতা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩৪২০। যাহার ধারা-১৫ (৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, যান চালাচলা প্রতিবাধকতা গতি পরিবর্তন, সরকার বিরোধী স্লোগান দেওয়া, সরকারের আইন সম্মত আদেশ অমান্য করিয়া পুলিশের কাজে বাধা দান, পুলিশ ঢিল মারা, দোকানের শার্টার ভাংচুর, সরকার সমর্থিত ব্যানার নামানোর অপরাধ উদ্ধার ১৩টি বাঁশের লাঠি।
এ বিষয়ে গত বুধবার দিনাজপুর পুলিশ সুপারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, কাউন্সিল করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।