মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আবুল বাশার বসুনিয়া নামে জামায়াতের এক আমিরকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের প্রধানপাড়া থেকে তাকে আটক করা হয়।
আবুল বাশার বসুনিয়া পার্শ্ববর্তী রামগঞ্জ বসুনিয়া পাড়া এলাকার গাজী বসুনিয়ার ছেলে। তিনি দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্বে পালন করছেন।
পুলিশ জানায়, আগের মামলায় মামলায় দুপুরে প্রধানপাড়া থেকে তাকে আটক করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তৃতি চলছে।