নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার:-
হে নবীন তুমি এসেছো জ্ঞান আহরণে, ন্যাশনাল মডেল শিক্ষা পরিবারে, তোমার স্বপ্ন জয়ের ভবিষ্যৎ গড়িয়া উঠিবে এই বিদ্যাপিঠে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ন্যাশনাল মডেল স্কুল নওগাঁ’র নতুন শিক্ষার্থীদের ২০২৪ শিক্ষাবর্ষ ছাত্র-ছাত্রীদের পুষ্প বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় স্কুলের প্লে থেকে শুরু করে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ন্যাশনাল মডেল স্কুল নওগাঁ’র আয়োজনে এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো: শহিদ প্রমানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের সভাপতি রায়হান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে রায়হান শামীম বলেন, নতুন বছরের শুরুতেই নতুন বই উৎসবের পর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিতে পেরে আমরা আনন্দিত ফুল পবিত্র এই ছোট্ট আমাদের শিক্ষার্থীরাও পবিত্র তাদের বরণ করতে পেরে আমি আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল মডেল স্কুল নওগাঁ’র শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।