মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ও স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজির (ঈগল প্রতীক) হিন্দু সমর্থকদের ওপর মুখোশধারী দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে। মঠবাড়িয়া সচেতন হিন্দু সমাজের আয়োজনে মঙ্গলবার (২জানুয়ারী) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে এক ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও পৌর আ’লীগ সাধারণ সম্পাদক পরিতোষ বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রতিদ্বন্দি প্রার্থী ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী (ঈগল প্রতীক) এমপি, আহত সুমন ওঝার পিতা- সুভাষ ওঝা, স্ত্রী স্বর্ণা রানী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোপাল রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউসুব রায়হান ও সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান আকাশ।
থানা ও আহত সূত্রে জানাযায় – গতকাল সোমবার দুপুরে উপজেলার নাগ্রাভাংগা গ্রামে স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজির (ঈগল প্রতীক) সমর্থনে সুমন ওঝা ও তার লোকজন নির্বাচনি প্রচারণার সময় মুখ বাধা ও মাস্ক্র পড়া ২০/২৫ জনের উঠতি বয়সের যুবক গণসংযোগে থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সুমনসহ সহ আরো ৩/৪ আহত হয়। গুরুতর আহত সুমন গত দু’দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সুমন উপজেলার সদর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের সুভাষ ওঝার পুত্র। এ ঘটনায় নাগ্রাভাংগা গ্রামের আহত লাকির স্বামী মোঃ সোহেল সোমবার রাতেই মঠবাড়িয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করেন।
বক্তারা, এ হামলার ঘটনায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি)সমর্থকদের দায়ী করে জড়িত বাকী আসামীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান। দ্রুত গ্রেপ্তার না হলে কঠিন আন্দোলনে যাবার হুমকি দেন। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি) হামলার বিষয়ে কিছুই জানে না বলে জানান। আমার জনপ্রিয়তায় ইর্স্বান্বিত হয়ে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম এ হামলার ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। মামলার নাগ্রাভাংগা গ্রামের এসকেন্দার হোসেনের পুত্র জাকির হোসেন ও তোতাম্বর হোসেনের পুত্র জাকির হোসেন নামের এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন- অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।