প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৪, ৩:০০ পি.এম
বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) অসচ্ছল শিশুদের মাঝে মোগো সুন্দর বরিশাল ফেসবুক গ্রুপের কম্বল বিতরণ
মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) অসচ্ছল শিশু শিক্ষার্থীদের মাঝে আজ মঙ্গলবার (০২ জানুয়ারী) সকাল ১১ টায় বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় দপদপিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বন্ধুদের গ্রুপ মোগো সুন্দর বরিশাল এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন এমএসবি সোসাইটি, সার্বিক সহযোগিতায় ছিলো চান্দেরহাট সমাজকল্যাণ সমিতি (চাহাস) এবং কৃষক বাড়ী প্রাইভেট লিমিটেড।
বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান সিকদারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দেরহাট সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক বালী ফয়জুল হক মনির, প্রতিষ্ঠানটির পরিচালক সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য।
উপস্থিত ছিলেন মোগো সুন্দর বরিশাল (এমএসবি সোসাইটি) গ্রুপের এডমিন মো: রায়হান হুসাইন, সোহেল রানা, মাহফুজুর রহমান, গোফরান হোসেন।বেসরকারি এনজিও ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (রিহ্যাবিলিটেশন, ডিইউপিজি) ডা:আল আমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন যে, প্রতিবন্ধীত্ব কোনো প্রতিবন্ধকতা নয়।দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়, প্রশিক্ষণ সেন্টার সহ বিভিন্ন কার্যক্রম এই প্রতিবন্ধীদের কল্যানে কাজ করছে। সরকার প্রতিবন্ধীদের জন্য আলাদা পরিচয় পত্র, প্রতিবন্ধী ভাতা, চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী কোটা সহ বিভিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদেরকে মূল ধারার সাথে সংযুক্ত করতে পেরেছে।
অনুষ্ঠান শেষে প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন অসচ্ছল শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।