নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচারক মোঃ আজাহারুল ইসলাম’র নেত্রীত্বে এক অভিযান পরিচালনায় এক আলু ব্যাবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা সহ ৭৩০ বস্তা আলু মোট ৩৬ হাজার ৯শত ২০ কেজি আলু জব্দ করেন।
পহেলা জানুয়ারী ২৪ খ্রীঃ রোজ সোমবার দুপুর ১: ৩০ মিনিটে রংপুর জেলার সদর উপজেলাধীন সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া কোল্ড ষ্টোরেজ লিমিটেডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচারক মোঃ আজাহারুল ইসলাম’র নেত্রীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলার সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজার রহমান এর যৌথ অভিয়ানে মিঠাকুর উপজেলার বাতাসন দূগাপুর গ্রামের মৃত কবির উদ্দিন এর ছেলে নুর আমিন এর ২০ টাকা জরিমানা সহ মুন্সীগঞ্জ সদর থানাধীন সরদারপাড়া গ্রামের শরিফুল ইসলাম এর মেয়ে মোছাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচারক মোঃ আজাহারুল ইসলাম।
জানা যায়, রংপুর জেলার সদর উপজেলাধীন সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া কোল্ড ষ্টোরেজ লিমিটেডে ব্রাকসীড, প্রাণ এবং এস এল সীড সহ অনেক নামীদামি কোম্পানির প্যাকেটে মানহীন আলু প্যাকেট জাত করে বীজ আলু হিসাবে ঢাকা মুন্সিগঞ্জ বিভিন্ন জাগায় রপ্তানি করে আসছি একটি চক্র। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর এর অভিযানে সেই চক্রের সহযোগী একজনের ২০ টাকা জরিমানা জরিমান সহ ৭৩০ বস্তা আলু মোট ৩৬ হাজার ৯শত ২০ কেজি আলু জব্দ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচারক মোঃ আজাহারু ইসলাম বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের ও জেলা কার্যালয় এর যৌথ অভিযান করে থাকি এরি ধারাবাহিকতায় আজকে আমরা পালিচড়া কোল্ড ষ্টোরেজ লিমিটেডে াভিযান পরিচালনা করার সময় দেখলাম নরমাল যে আলুটা আসে সেটা এত দিন থাকার কথা না এটা ১৫ ই নভেম্বও পর্যন্ত সময় ছিল্। তার পরে আমরা এখানে আলু পেয়েছি। এগুলো তারা বিভিন্ন ব্রাকসীড, প্রাণ এবং এস এল সীড সহ বিভিন্ন ব্যান্ডের প্যাকেটে ভর্তি করে তারা বিজ আকারে বিক্রয় করার চেষ্ঠা করছেন। সেটা আমারা পেয়েছি।
তিনি আরো বলেন, আমরা ৩৬ হাজার ৯শত ২০ কেজি আলু পেয়েছি। এগুলোকে আমরা সরকারি রেটে সাধারণ জনগণের মাধ্যে বিক্রি করার নির্দেশনা দিয়েছি। এবং যারা এই বিভিন্ন প্যাকেটিং করার জন্য যারা সহয় চলমান থাকবে।