প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৪, ১২:০৯ পি.এম
হোসেনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার স্থানীয় হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ও হোসেনপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস। এতে উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের জন্য ৫৬ টি কেন্দ্রে ১ লক্ষ ৬৩ হাজার ৬৪৬ জন ভোটারের বিপরীতে ভোট গ্রহন কার্যক্রম পরিচালনা করবেন।
পরে বিকাল ২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও ও সহকারী রিটানিং অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে প্রিজাইডিং অফিসারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন।
জেলা নির্বাচন অফিসার স্বাগত বক্তব্যে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচন অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। যদি ১০ ভাগ ভোট ও পরে তবু এ নিয়ে চিন্তার কোন কারন নেই। জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ অভয় দিয়ে বলেন শান্তি পূর্ণভাবে ভোট গ্রহনের জন্য যা করনীয় সবই করা হবে বলে নিশ্চিত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এ নির্বাচনে বিশ্ববাসী তাকিয়ে আছেন, কাজেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্বে কোন ছাড় নয়। সকলকে নিরপেক্ষতা বজায় রেখে এ কার্যক্রম আমাদের প্রমাণ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।